Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০২২

ওজোপাডিকোতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত।


প্রকাশন তারিখ : 2022-08-15

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহদাত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক এর কার্যালয়, খুলনা প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আজহারুল ইসলাম। উক্ত পুস্পস্তবক অর্পণে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) জনাব রতন কুমার দেবনাথ এফসিএমএ, প্রধান প্রকৌশলী ও নির্বাহী পরিচালক -প্রকৌশল (অতি: দায়িত্ব) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী (এনার্জি, সিস্টেম কন্ট্রোল এন্ড সার্ভিসেস) জনাব মোঃ আবু হাসান, উপ-মহাব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন) ও কোম্পানি সচিব (অতি: দায়িত্ব) জনাব মো: আলমগীর কবীর, ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদাসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

এছাড়াও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আজহারুল ইসলাম মহোদয়ের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সকল নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব/প্রধান প্রকৌশলী/জেনারেল ম্যানেজার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী/ডিজিএম, নির্বাহী প্রকৌশলী/ম্যানেজার গণ সহ ওজোপাডিকো’র সকল এমপ্লয়িগণ অংশগ্রহণ করেন।