
আসন্ন সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জনাব মোছা: মাকছুদা খাতুন, অতিরিক্ত সচিব (সমন্বয়), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সভাপতিত্বে ওজোপাডিকো’র সম্মেলন কক্ষে গত ১৩-০১-২০১৬ তারিখে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকোঃ মোঃ শফিক উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ওজোপাডিকো, নির্বাহী পরিচালক (প্রকৌশল), ওজোপাডিকো, নির্বাহী পরিচালক(অর্থ), ওজোপাডিকো, কোম্পানি সচিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ, ওজোপাডিকো, প্রকল্প পরিচালক, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প, ওজোপাডিকো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, খুলনা, যশোর ও বরিশাল জোন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় দেশের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে আসন্ন সেচ মৌসুমে পিজিসিবি, বিপিডিবি, ওজোপাডিকো ও আরইবি/পবিস এর মধ্যে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সভায় অনাকাঙ্খিত লোডশেড কমাতে ওজোপাডিকো ও পবিস এর সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে আনুপাতিক হারে ওজোপাডিকো এবং পবিস-এর মধ্যে লোডশেড করতে বলা হয়। সরকারের প্রতিশ্রুত ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর লক্ষ্যে এবং বিদ্যমান গ্রাহক সেবার মান উন্নয়ন কল্পে তথা বিদ্যুৎ বিভাগের ভাবমূর্তি রক্ষার্থে আলোচনার মাধ্যমে ওজোপাডিকো ও আরইবি/পবিস-এর মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করতে বলা হয়।